আ. লীগ নেতা হানিফ কানাডা গেছেন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল শুক্রবার সকালে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
কানাডায় বসবাসরত স্ত্রী ও দুই ছেলেকে দেখতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরিবারের সঙ্গে দেখা করতে স্যার কানাডা গেছেন।’
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হানিফের স্ত্রী এবং দুই সন্তান স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন।
হানিফের ঘনিষ্ঠ একজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হানিফ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় এবং করোনার কারণে দীর্ঘদিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি, তাই তিনি তাদের সঙ্গে দেখা করতে কানাডা গেছেন।’
হানিফ খুব তাড়াতাড়ি দেশ ফিরে আসবেন বলেও জানান ওই ব্যক্তি।
Comments