চট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১, অস্ত্র ও ইয়াবা উদ্ধার
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহত যুবক ইয়াবা বিক্রেতা।
গতকাল শনিবার ভোররাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের জেলে পাড়া সংলগ্ন বেড়ি বাঁধে এ বন্দুকযুদ্ধ ঘটে বলে জানিয়েছেন, র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
তিনি বলেন, চট্টগ্রামে সমুদ্র পথে ৱমাদকের চালান এসেছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে যায়। এসময় সাগরের দিক থেকে ৪-৫ জন যুবক বেড়ি বাঁধের দিকে আসলে র্যাব সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।
সোহেল মাহমুদ বলেন,‘র্যাবের উপস্থিতি দেখে যুবকরা হঠাৎ করেই গুলি করা শুরু করলে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।’
এসময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে, জানান সোহেল। এছাড়াও ঘটনাস্থল থেকে ব্যাগভর্তি এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি এলজিও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মরদেহ ও আলামত ইপিজেড থানাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সোহেল। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় জানা যায়নি।
Comments