করোনাতেও খুলনায় থেমে নেই নিয়োগ পরীক্ষা

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনা পরিস্থিতির মধ্যেই খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে।

৫৪টি পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে সম্পন্ন হলেও পরীক্ষা চলাকালীন কে কতটুকু স্বাস্থ্যবিধি মেনেছেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের অনেকেই।

খুলনার জিলা স্কুল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ব্যবস্থা করা হয়। কেন্দ্রগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য সেখানে মাইকে ঘোষণা দেওয়া হলেও অনেকেই তা মানছিল না বলে জানান পরীক্ষার্থীরা।

চাকরিপ্রার্থী রাজেশ গোলদার বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারীদের একে অপরের গা ঘেঁষে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অংশগ্রহণকারী অভিযোগ, মহামারির মধ্যে পরীক্ষা নিয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বেকারত্বের কারণে বাধ্য হয়ে পরীক্ষা দিতে আসতে হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এডিসি গোলাম মঈনউদ্দীন হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, যথাযথ স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে ৭৪০ জন উপস্থিত ছিলেন। পাঁচ ফুট দূরত্বে প্রতি বেঞ্চে একজনকে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে খুলনায় সর্বমোট ৫১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার একদিনে ৩৭৭টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago