চাঁদার দাবিতে বিএমএ নেতাকে পাহাড়ি সশস্ত্র গ্রুপের হুমকি

Dr_Faisal_CTG.jpg
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। ছবি: সংগৃহীত

করোনা মহামারির মধ্যে চিকিৎসকদের নিরাপত্তার দাবি নিয়ে সোচ্চার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীকে চাঁদার দাবিতে হুমকি দিয়েছে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন।

আজ রোববার দুপুরে ডা. ফয়সাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমি সঙ্গে সঙ্গে রাঙ্গুনিয়া থানা, র‌্যাব ও প্রশাসনকে অবহিত করেছি।’

ডা. ফয়সালের বাড়ি রাঙ্গামাটির সীমান্তঘেঁষা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন এলাকায়। বাড়ির পাশেই পাহাড়ি জনপদ পূর্ব নিশ্চিন্তাপুর এলাকায় ১০৬ একর জমির ওপর আমবাগান ও মাছের খামার গড়ে তুলেছেন তিনি।

এই চিকিৎসক নেতা বলেন, ‘বৃহস্পতিবার বিকালে হঠাৎ ছয় জনের সশস্ত্র একটি পাহাড়ি দল আমার খামারের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি দেখাতে শুরু করে। তাদের সঙ্গে একজন বাঙালিও ছিল। তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আজকের মধ্যে চাঁদার টাকা পরিশোধ করতে বলেছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. ফয়সাল ইকবালসহ মোট ১০ জনকে চাঁদার দাবিতে চিঠি দেওয়া হয়েছে। আমরা ঘটনাটা তদন্ত করে দেখছি। বিষয়টি জানার পর থেকে ওই অঞ্চলে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যেহেতু চিঠিতে সংগঠনের নাম উল্লেখ ছিল না, কারা এর সঙ্গে জড়িত আমরা বের করার চেষ্টা করছি।’

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

53m ago