পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনার সাঁথিয়া উপজেলায় বন্দুকযুদ্ধে আব্দুস সুবহান (৪৮) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রোববার ভোররাতে উপজেলার করমজা ঈদগাহ প্রাঙ্গণে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। আব্দুস সুবহান ওই এলাকার আব্দুর রাশিদের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিটের বন্দুকযুদ্ধে সুবহান গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি ধারালো অস্ত্র, এক রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।’
Comments