ডায়রিয়াসহ নানান অসুখ সবসময় লেগেই থাকে মোংলার উত্তর চাঁদপাই গ্রামের রেবেকার সংসারে। এটা যে দূষিত বা নোনা পানি পান করার কারণে হয় সেটাও তার জানা। তাহলে কেন তারা বিশুদ্ধ পানি সংগ্রহ করেন না?
যেদিকেই চোখ যায়, চারপাশটা ছবির মতো শান্ত। কোথাও ঘন আম বাগান, কোথাও ধানখেতে ছোট ছোট আমের চারা মাথাচাড়া দিয়ে আছে, কোথাওবা আম বাগানে ধান চাষ করা হয়েছে। মাঝে মাঝে চোখে পড়বে বরই, পেয়ারা আর নতুন নতুন...
বর্তমান সভ্যতা যে বৈষম্য, শোষণ, বঞ্চনা, অনাচার আর অবিচারের উপর দাঁড়িয়ে আছে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল করোনাভাইরাস। এই মহামারিতে ধনীরা যখন শুধু রোগে আক্রান্ত তখন গরিবরা রোগ ও ক্ষুধা...