চ্যাম্পিয়ন্স লিগে তিন তারকাকে পাচ্ছে না পিএসজি
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে দুর্দান্ত ফুটবল খেলেছে ফ্রান্সের দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দেয় এ আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে। যে ভাবে খেলছে তাতে শিরোপার অন্যতম দাবীদার দলটি। কিন্তু আগস্টে ফের শুরু হওয়া এ আসরে দলের অনেক খেলোয়াড়কেই পাচ্ছে না তারা। তাতে অধিনায়ক থিয়াগো সিলভা, থমাস মিউনিয়ের ও এদিসন কাভানিদের মতো খেলোয়াড়দের নামও রয়েছে।
চলতি মৌসুম শেষেই কাভানি, সিলভা ও মিউনিয়েরের চুক্তির মেয়াদ ফুরচ্ছে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে তাদের সঙ্গে নতুন চুক্তির কোনো চেষ্টা ছিল না। বেশ কিছু দিন আগে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর জানিয়েও দিয়েছিলেন মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন কাভানি ও সিলভা। তবে তাদের সঙ্গে সংক্ষিপ্ত চুক্তির চেষ্টা করবে ক্লাবটি, যাতে করোনাভাইরাসের কারণে আগস্টে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগে তাদের পেতে পারে দলটি। মিউনিয়েরের কথা যদিও তখন কিছু বলেননি।
ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, কাভানি ও সিলভা সংক্ষিপ্ত কোনো চুক্তি করতে রাজি নয়। তবে সিলভা ও মিউনিয়ের দুইজনই লম্বা চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব তাদের প্রতি আর আগ্রহী নয়। তাই বাধ্য হয়ে নতুন দল খুঁজতে হচ্ছে তাদের। খণ্ডকালীন চুক্তিতে আগ্রহী নন এ দুই তারকা। যদিও সিলভা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে তিনিও এ মাস শেষেই ক্লাব ছাড়বেন।
আর এমনটা হলে ক্লাবটির জন্য বেশ বড় ধাক্কাই। কারণ পিএসজির রক্ষণে সিলভা ও মিউনিয়েরের অভাব খুব ভালো করেই বুঝবে ক্লাবটি। সিলভা তো অনেক দিন থেকেই দলটির নেতৃত্ব দিয়ে আসছেন। মিউনিয়েরও ভরসার অন্যতম নাম। এছাড়াও চুক্তির মেয়াদ ফুরানোয় এ মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন লেইভিন কুরজাওয়াও।
অন্যদিকে কাভানি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এ ৩৩ বছর বয়সী তারকা ক্লাবটির হয়ে খেলেছেন ৩০১টি ম্যাচ। তাতে গোল করেছেন ২০০টি। কিন্তু চলতি মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েন। পরে ফিরলেও ধারে আনা মাউরো ইকার্দির কাছে প্রথম একাদশের জায়গা হারান। মাত্র ৮টি ম্যাচে খেলেছেন, তাও বদলী খেলোয়াড় হিসেবে। তাতেই ৪টি গোল করেছেন। এমনকি ২টি গোলে সহায়তাও করেছেন তিনি।
Comments