করোনায় ইমপালস হাসপাতালের আরও এক ডাক্তারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের আরও একজন চিকিৎসক মারা গেছেন। তিনি হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. বজলুর রহমানের ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। তার মরদেহ গাইবান্ধার জীগবাড়ির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. বজলুর রহমানকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন চিকিৎসক।
এর আগে, গত ৯ জুন করোনায় ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা যান।
আরও পড়ুন:
করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসক ডা. জলিলুর রহমান খানের মৃত্যু
Comments