‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা বুট পরে খেলবেন আলেকজান্ডার-আর্নল্ড
জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে গড়ে ওঠা বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা। মৌসুমের প্রথম ১২টি ম্যাচে তাদের যাবে বিশেষ এ জার্সিতে। এবার বুটেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে খেলতে নামছেন লিভারপুলের ইংলিশ তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর গত বুধবার ফের মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৮টি। তবে এখনও মাঠে নামা হয়নি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের। রাতেই ডার্বি ম্যাচে এভারটনের বিপক্ষে খেলতে নামবে দলটি। আর এ ম্যাচেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সির পাশাপাশি বুট পরেও খেলবেন আলেকজান্ডার-আর্নল্ড।
শুধু তাই নয় পরে এ বুট নিলামে তুলবেন ২১ বছর বয়সী এ তারকা। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে সাহায্য করতে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের দান করবেন সে অর্থ। সামাজিক মাধ্যমে বুটের ছবি তুলে এমনটাই জানিয়েছেন এ তরুণ। পাশাপাশি একটি বিবৃতিও দিয়েছেন। লিখেছেন, 'আজ রাতে আমার বুট একটি মেসেজ বহন করবে "ব্ল্যাক লাইভস ম্যাটার।"'
গেল ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস রাজ্যে এক পুলিশ কর্মকর্তা অপরাধী সন্দেহে পথ আটকে নির্যাতন চালান কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের উপর। একটি ভিডিওতে দেখা যায়, ‘আমি শ্বাস নিতে পারছি না’ বলে সাহায্য চাইছিলেন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্ণ বিদ্বেষের মানসিকতা থেকেই ফ্লয়েডকে ‘হত্যা’ করা হয়েছে উল্লেখ করে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের লাখ লাখ মানুষ। প্রতিবাদের ঢেউ ছুঁয়েছে ক্রীড়া দুনিয়াকেও। প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের জন্য ন্যায়বিচার চেয়ে আন্দোলনে সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা।
উল্লেখ্য, গত বুধবার লিগ শুরু হলেও এখনও ৮৬টি ম্যাচ বাকি। ২৯ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিভারপুল। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে। দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে লিভারপুলের লিগ শিরোপা জেতা প্রায় নিশ্চিত। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে তারা।
Comments