গলাচিপায় ঠিকাদারের কাছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ঘুষ চাওয়ার অভিযোগ
পটুয়াখালীর গলাচিপায় একটি কালভার্ট নির্মাণের চূড়ান্ত বিলের জন্য ঠিকাদারের কাছে চার লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে।
পটুয়াখালীর জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজ পিআইও এস এম দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চার লাখ টাকা দাবি করার অভিযোগ করেছেন ঠিকাদার সাইফুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, সাইফুল ইসলাম ঠিকাদারি কাজের পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ২০১৮-২০১৯ অর্থ বছরে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কালিকাপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তায় প্রায় ৩১ লাখ টাকায় ৩৬ ফুট দীর্ঘ একটি কালভার্ট নির্মাণের কাজ পান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা দিয়ে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ঠিকাদারকে কার্যাদেশ দেন পিআইও এস এম দেলোয়ার হোসেন। প্রাক্কলন অনুযায়ী কাজটি সম্পন্ন করে ঠিকাদার ৮ জুন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চূড়ান্ত বিলের জন্য আবেদন করেন। ওই দিনই পিআইও দেলোয়ার হোসেন ঠিকাদার সাইফুলের বাবা আব্দুস সালামকে ডেকে নিয়ে বিলের জন্য চার লাখ টাকা ঘুষ দাবি করেন।
অভিযুক্ত পিআইও এস এম দেলোয়ার হোসেন বলেন, ‘ঠিকাদারের কাছে ঘুষ দাবির অভিযোগ সঠিক নয়। তার বিল আগামী মাসে ঢাকায় পাঠানো হবে এবং অনুমোদন পাওয়া সাপেক্ষে চূড়ান্ত বিল পাবেন।’
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এই উপজেলায় এরকম ১৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং পর্যাপ্ত অর্থ না থাকায় আমরা গত সপ্তাহে নয়টির চূড়ান্ত বিল অনুমোদনের জন্য ঢাকায় পাঠিয়েছি। বাকি কাজগুলোর বিল আগামী মাসের মাঝামাঝি সময়ে পাঠানো হবে।’
ইউএনও আরও বলেন, ‘ঘুষ দাবির বিষয়ে আমি কিছুই জানিনা তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
Comments