সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৩

সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় কীটনাশক দিয়ে মাছ শিকার করায় তিন জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গতকাল শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় কীটনাশক দিয়ে মাছ শিকার করায় তিন জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গতকাল শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলার ইসরাফিল (৩০) বাগেরহাটের মোংলা উপজেলার বেল্লাল (২৫) ও কামরুল (৩২)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, শনিবার গভীর রাতে বনরক্ষীদের নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। তারা পশুর নদীর হারবাড়িয়া এলাকায় অনুপ্রবেশ করে কীটনাশক দিয়ে মাছ ধরছিল।

এসময় তাদের ট্রলার থেকে ৭ বস্তা জাল, ৬ বোতল মাছ ধরায় ব্যবহৃত কীটনাশক জব্দ করে বনবিভাগ।

আজ বিকেলে বন আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

1h ago