ইতিহাস গড়ার পর ইনজুরিতে রামোস

ছবি: এএফপি

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটা করেছেন অধিনায়ক সের্জিও রামোস। আর এ গোলে লা লিগার ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। স্পেনের সর্বোচ্চ এ আসরে ডিফেন্ডার হিসেবে এখন সর্বোচ্চ গোলের মালিক এ স্প্যানিশ ডিফেন্ডার। সাবেক বার্সা তারকা রোনাল্ড কোমেনের রেকর্ড ভেঙে নতুন এ রেকর্ড গড়লেন রিয়াল অধিনায়ক। তবে গোল করার পরের মিনিটেই ইনজুরিতে পড়েন তিনি।

সোসিয়েদাদের মাঠে রোববার রাতে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে অবশ্য গোল পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর বাড়ানো বল ধরে দারুণ ডি-বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে দিয়েগো লরেন্তে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন রামোস। এবারের লিগে এটা তার সপ্তম গোল। লা লিগায় এ নিয়ে ৬৮টি গোল করে এ রেকর্ড গড়লেন তিনি।

গোল করার পরপরই মাঠ ছাড়তে হয় রামোসকে। অ্যালেক্সান্ডার ইসাকের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাঁটুতে আঘাত পান তিনি। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এ ডিফেন্ডার। তার জায়গায় মাঠে নেমেছিলেন এদের মিলিতাও। তবে রামোসের ইনজুরি কতোটা গুরুতর তা এখনও জানা যায়নি।

এইবারের বিপক্ষে আগের ম্যাচে ৬৭তম গোল করে কোমানকে ছুঁয়ে ছিলেন রামোস। সোসিয়েদারের বিপক্ষে তাকে পেরিয়ে গেলেন তিনি। তবে অফিসিয়ালি ডিফেন্ডার হিসেবে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা ফের্নান্দো হিয়েরো। কিন্তু তার করা ১০৫টি গোলের বেশির ভাগই এসেছে মিডফিল্ড পজিশন থেকে। দলের প্রয়োজনেই প্রায়ই মিডফিল্ডার হয়ে খেলতেন এ সাবেক রিয়াল কিংবদন্তি।

লি লিগার শীর্ষে উঠলেও সবমিলিয়ে ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোলদাতা হতে এখনও অনেক দূর যেতে হবে তাকে। কারণ জাতীয় দল ও অন্যান্য লিগ মিলিয়ে কোমেনের গোলসংখ্যা ২৫৩টি। অবশ্য এর মধ্যে ক্লাবের হয়ে ১৯৩টি গোল পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে পেয়েছেন ১৪ গোল। বাকিগুলো অন্য প্রতিযোগিতায়। রামোস অবশ্য এখনই জাতীয় দলের জার্সিতে ২১টি গোল পেয়েছেন।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago