করোনা আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা ভালো আছেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ররীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গত ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো আছে।
বন্যা নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার রাতে এই শিল্পী বলেন, ‘আজ থেকে ১২ দিন আগে আমার করোনা পরীক্ষা করিয়েছিলাম। তখনই করোনা পজিটিভ এসেছিল। এখন শারীরিক অবস্থা খুব ভালো আছে। দুইদিন পর আবারও টেস্ট করব। আশাকরি সবকিছু ঠিক থাকবে।’
জনপ্রিয় এই শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বন্যা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এ ছাড়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ ও ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’-সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
Comments