হৃদরোগে একদিনে ২ ডাক্তারের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ঢাকা ও সিলেটে দুই জন চিকিৎসক মারা গেছেন। তারা হলেন- রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ও প্রখ্যাত ফ্যাকো সার্জন ডা. জাহাঙ্গীর আলম মুকুট এবং সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মো. আব্দুস শহীদ।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. জাহাঙ্গীর আলম মুকুট ঢাকা মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের ছাত্র ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে তিনি মারা যান।’
এফডিএসআর’র যুগ্ম সম্পাদক বলেন, ‘গতরাত সাড়ে দশটার দিকে তার ম্যাসিভ এমআই হলে রাত পৌনে ১টার দিকে এনজিওগ্রাম করে স্টেন্টিং করা হয়। রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’
গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে ডা. জাহাঙ্গীর আলম মুকুটকে দাফন করা হবে বলেও জানান তিনি।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও বলেন, ‘ডা. মো. আব্দুস শহীদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নবম ব্যাচের ছাত্র ছিলেন। আজ ভোরে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
Comments