ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
আধাঘণ্টার নীরব কর্মসূচিতে শিক্ষকেরা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি তুলে ধরেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও।’
কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান এবং ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
Comments