বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার সরবরাহকারীর কারাদণ্ড, দোকানদারদের জরিমানা

বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার দোকানে সরবরাহ করার দায়ে দুই জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় এসব নকল স্যানিটাইজার বিক্রি করার ঘটনায় সাত দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেল-জরিমানার পাশাপাশি দোকান থেকে প্রায় এক লাখ টাকার হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিযানে থাকা এক কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে নকল হ্যান্ড স্যানিটাইজার বরিশালে এনে বিক্রি করা হচ্ছিল। কারাদণ্ড পাওয়া সজল সমদ্দার রাজীব ও মোস্তফা কামাল এটা স্বীকার করেছেন। তাদের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানে গিয়ে আমরা এসিআইসহ বিভিন্ন কোম্পানির নকল হ্যান্ডরাব ও স্যানিটাইজার পেয়েছি। ঢাকার মিটফোর্ড থেকে রাকিব নামের একজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো বরিশালে পাঠাচ্ছিলেন। পরে ভ্যানে করে এসব নকল পণ্য বিক্রির জন্য সরবরাহ করা হতো।

বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা জানান, পণ্যের মোড়কের গায়ে যেভাবে নামসহ প্রোডাক্ট নম্বর থাকা উচিত তা গরমিল দেখতে পেয়ে সরবরাহকারীকে মোবাইলে ডেকে আনা হয়। তিনি দোষ স্বীকার করে বলেছেন, ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসে এসব নকল পণ্য সরবরাহ করা হয়। জব্দ করা প্রায় এক লাখ টাকার হ্যান্ড স্যানিটাইজার পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত ২১ জুন, নগরীর সাগরদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার নকল ওষুধ জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত। ওই ঘটনাতেও দুই জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago