এমএলএমে অনুমোদনহীন ওষুধ বিক্রি, এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা
বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামে এক এমএলএম কোম্পানিকে অনুমোদনহীন ক্ষতিকর ওষুধ বিক্রি ও প্রতারণার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার মুরাদপুরের আইকন টাওয়ারের ৭ম তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড অফিসে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের শক্তিবর্ধক ওষুধ ও কসমেটিক্স বিক্রয় করে আসছে যা মানবদেহের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড ব্যবসার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোন অনুমোদন নেয়নি।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ওষুধগুলির কোনও রেজিষ্ট্রেশন নেই আর এ ধরনের ওষুধ সেবন স্বাস্থের পক্ষে মারাত্মক ক্ষতিকর হতে পারে।
Comments