বাসস্ট্যান্ডে পড়ে থাকা অজ্ঞান নারীকে চিকিৎসা শেষে বাড়ি পৌঁছে দিলো পুলিশ
বাসের মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ায় করোনা রোগী সন্দেহে বাসস্ট্যান্ডে ফেলে যাওয়া নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে নরসিংদী জেলা পুলিশ। সুস্থ হওয়ার পরে তাকে বাড়িতেও পৌঁছে দিয়েছে পুলিশ সদস্যরা। আজ সোমবার নরসিংদী জেলা পুলিশ সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, গত ২০ জুন আরজিনা আক্তার (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায় ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ করে বাসের মধ্যে অজ্ঞান হয়ে যান তিনি। কিন্তু, বাসের যাত্রীরা তাকে করোনা রোগী সন্দেহে অজ্ঞান অবস্থায় মাধবদী বাসস্ট্যান্ডে ফেলে চলে যায়।
আরজিনা আক্তার সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পরে স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি জরুরি সেবা সার্ভিস ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। খরব পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি চিকিৎসা সেবার দেওয়ার পরে তিনি জ্ঞান ফিরে পান।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ ঘোষণা করলে আরজিনা আক্তারকে গ্রামের বাড়ি পৌঁছে দেয় নরসিংদী জেলা পুলিশ।
Comments