ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিশোর সংশোধনাগারে নবম শ্রেণির ছাত্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তারের পর কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে।
ভালুকা উপজেলার হবিরবাড়ির পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. ইমনকে (১৪) গতকাল রোববার আদালতে নেওয়া হলে, বিচারক তাকে গাজীপুরে কিশোর শোধনাগারে (জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র) পাঠানোর আদেশ দেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন আজ সোমবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ইমন গত শুক্রবার তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেয়। এ ঘটনায়, শনিবার দুপুরে হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
শনিবার রাত ১০টায় ইমনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
ভালুকার থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিক তদন্তে ইমন ফেসবুক পোস্টের কথা স্বীকার করেছে এবং পরে আরেকটি পোস্টে সে জানিয়েছে যে সেটা তার ভুল ছিল।
Comments