নাগরিকত্ব আইন সংশোধনের পথে নেপাল

নতুন মানচিত্র ব্যবহারের সিদ্ধান্তের পরে এবার নাগরিকত্ব আইন সংশোধনের সুপারিশ করল নেপালের গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি। যা এবার ভোটাভুটির জন্য নেপালের সংসদে পেশ করা হবে।
আজ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সংসদে এই সংশোধনী পাস হলে কোনো নেপালীকে বিয়ে করার পরে দেশটির নাগরিকত্ব পেতে অন্য দেশের নারীদের সাত বছর অপেক্ষা করতে হবে।
তবে নেপালের সংসদীয় কমিটির এই সিদ্ধান্তে সরব দেশটির প্রধান বিরোধী দলগুলো। বিরোধীদের দাবি, এই সংশোধনীর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মাধেসের বাসিন্দারা। কারণ ওই এলাকায় এখনো সীমান্ত বিয়ে প্রচলিত আছে।
দক্ষিণ নেপালে হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলের বাসিন্দারা মাধেসি বলা হয়। এ এলাকার সঙ্গে ভারতের বিহারের সীমান্ত আছে।
গতকাল নাগরিকত্ব আইনের সংশোধনী বিলটি নেপালের সংসদে নথিভুক্ত করা হয়েছে। সংশোধনীতে নেপালের নাগরিকদের বিয়ে করা বিদেশী নারীদের নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত সাতটি অধিকার প্রদানের কথা বলা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বসবাসের ছাড়পত্রও পাবেন তারা। একইসঙ্গে ব্যবসা করা, কোম্পানি গড়া, পড়াশোনার সুযোগও পাবেন।
Comments