রানীশংকৈলে মাকে মারধরের অভিযোগে কারাগারে ছেলে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মাকে মারধর করার অভিযোগে ছেলে নাসিম উদ্দিনকে (৩৫) গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
আজ সোমবার দুপুরে রানীশংকৈলের শিবদিঘী থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আদালতে হাজির করা হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নাসিমের বিরুদ্ধে তার বৃদ্ধ মা নির্যাতনের মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে, বিকেলে কোর্টের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।’
রানীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘উপজেলার রামপুর গ্রামের মৃত রফিজ উদ্দীনের স্ত্রী আরোশা খাতুন আজ সোমবার দুপুরে রানীশংকৈল প্রেস ক্লাব কার্যালয়ে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। নিজের শেষ সম্বল এক খণ্ড জমি লিখে নেওয়ার জন্য ছেলে নাসিম কয়েক মাস ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি হত্যার হুমকিও দিয়ে আসছিল।’
তিনি আরও বলেন, ‘গত শনিবার মারধর করে ছেলে তার মায়ের ডান হাত ভেঙে দেয়। বাম হাত ও শরীরের বিভিন্ন অংশে ধারালো দা দিয়ে আঘাত করে বিভিন্ন জায়গায় জখম করে।’
নির্যাতনের শিকার ওই মা গত ২০ জুন রানীশংকৈল থানায় একটি মামলা করেন বলে জানান তিনি।
‘আজ দুপুরে প্রেস ক্লাবে কথা বলার সময় নাসিম সেখানে এসে তার মাকে বাড়ি নিয়ে যেতে জোরজবস্তি করে। এক পর্যায়ে নাসিম তাকে টানা হেঁচড়া শুরু করলে, তিনি মাটিতে পড়ে যান’, যোগ করেন আনোয়ার হোসেন।
তিনি জানান, ঘটনাটি দেখে স্থানীয় সাংবাদিকরা এগিয়ে এলে, তাদের ওপরও নাসিম চড়াও হয়। এরপর, পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Comments