শাদাবসহ পাকিস্তানের তিন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত

দেশটির ক্রিকেট বোর্ডএক বিবৃতিতে জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে কোভিড-১৯ পরীক্ষা করানোর পর তাদের ফল পজিটিভ এসেছে।
shadab and rauf and haider
ছবি: ক্রিকইনফো টুইটার

পাকিস্তানের তিন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তারা হলেন লেগ স্পিনার শাদাব খান, পেসার হারিস রউফ ও ব্যাটসম্যান হায়দার আলি।

দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে কোভিড-১৯ পরীক্ষা করানোর পর তাদের ফল পজিটিভ এসেছে। তবে কারও শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তাদেরকে তাৎক্ষণিকভাবে সেলফ-আইসোলেশনে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য কিছুদিন আগে ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে জায়গা পেয়েছেন শাদাব, রউফ ও নবাগত হায়দার। তবে করোনায় আক্রান্ত হওয়ায় তাদের ইংল্যান্ড সফরে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

গেল রবিবার রাওয়ালপিন্ডিতে পাঁচ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। তিন জনের করোনা শনাক্ত হলেও ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির ফল নেগেটিভ এসেছে।

পিসিবি আরও জানিয়েছে, বোলিং কোচ ওয়াকার ইউনুস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিও ক্লিফ ডিকন ছাড়া দলটির বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও সোমবার পরীক্ষা করানো হয়েছে। লাহোর, করাচি ও পেশোয়ারে অনুষ্ঠিত হয়েছে এই কার্যক্রম। এই পরীক্ষাগুলোর ফল জানা যেতে পারে মঙ্গলবার।

আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। করোনাভাইরাসের কারণে গেল মার্চে ক্রিকেট বন্ধ হওয়ার পর এই সিরিজ দিয়েই মাঠে ফিরবে দলটি। তবে সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

পাকিস্তান লাহোর থেকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা হবে আগামী ২৮ জুন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর থেকে নিজেদের আগেই সরিয়ে নিয়েছেন পেসার মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান হারিস সোহেল।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

29m ago