গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন ওরফে পিংকু (৪০) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ মঙ্গলবার সকালে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রাত দেড়টার দিকে আমাদের কাছে তথ্য আসে, টিঅ্যান্ডটি মাঠ এলাকায় একদল মাদক চোরাকারবারি অস্ত্র ও মাদকসহ জড়ো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। মাদক চোরাকারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাকি চার-পাঁচ জন পালিয়ে যায়।’
কামরুজ্জামান আরও বলেন, ‘জাহাঙ্গীরের বাড়ি চাঁদপুর জেলায়। ঢাকায় তিনি মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক চোরাকারবারি এবং হত্যার অভিযোগে ১৪টি মামলা রয়েছে। অভিযানে টিঅ্যান্ডটি মাঠ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
Comments