গাছচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হবিগঞ্জে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার লাখাই উপজেলায় লাখাই সড়কের পান্না নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন— ধর্মন্দল গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র পলাশ মিয়া (১৮) ও লস্কর মিয়ার পুত্র মঞ্জু মিয়া (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই সড়কের পান্নায় একটি গাছ কাটার সময় অসাবধানতাবশত সেটি চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া, আহতও হয়েছেন একজন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজয় দেব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একই এলাকার তিন যুবক মিলে এক মোটরসাইকেলে করে বুল্লা বাজারে মাছ কিনতে রওয়া দেন। পান্না নামক স্থানে পৌঁছালে সেখানে রাস্তার পাশে গাছ কাটার সময় একটি গাছ ওই তিন জনের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।’
Comments