বিলবাওর বিপক্ষে মাঠে নামার আগে রেফারি নিয়ে দুশ্চিন্তায় বার্সা
আগের ম্যাচউইকে রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা। ফের শীর্ষে উঠতে চিরপ্রতিদ্বন্দ্বীদের পা হড়কানোর অপেক্ষায় আছে দলটি। এর আগে নিজেদের কাজটি তো আগে সারতে হবে। অ্যাতলেতিক বিলবাওর সঙ্গে কোনোভাবেই পয়েন্ট খোয়ানো চলবে না তাদের। কিন্তু এ ম্যাচে নামার আগে নিজেদের খেলা যতো না দুশ্চিন্তা তাদের, তার ঢের বেশি রেফারি নিয়ে। কারণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব যে পড়েছে হেসুস গিল মানজানোর কাঁধে!
মানজানোকে বার্সেলোনার জম বলেই ডাকা হয়। এ রেফারি বার্সেলোনার ম্যাচে পরিচালনা করা মানেই খেলার চেয়ে ভিন্ন কিছু নিয়ে ভাবতে হয় দলটিকে। ইতিহাসও তাই বলে। চলতি মৌসুমেও রক্ষা পায়নি দলটি। বাংলাদেশ সময়ে আজ রাত ২টায় বিলবাওর বিপক্ষে মাঠে নামার আগে তাই বাড়তি দুশ্চিন্তা তাদের থাকছেই।
রিয়াল সোসিয়েদারের বিপক্ষে বার্সেলোনার প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলের ব্যবধানে ড্র হয়। সে ম্যাচের শুরুতেই একটি পেনাল্টি গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এ নিয়ে তোপ দাগিয়েছিলেন তৎকালীন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। মজার ব্যাপার এরপর সে ম্যাচে দুটি পেনাল্টির আবেদন করে বার্সা। এমনকি সোসিয়েদাদ যে কারণে পেনাল্টি পায়, তার প্রায় একি ধরণের একটি আবেদন ছিল বার্সার। যে কারণে আরও খেপেছিল বার্সা।
সে ম্যাচে বার্সার আবেদনে মাঠের রেফারি ভিএআর চেক করতে চাইলেও তা যাচাই করতে নাকচ করে দেয় ভিএআর কর্তৃপক্ষ। সে ম্যাচে মাঠে রেফারির দায়িত্বে ছিলেন হ্যাভিয়ার আলবেরোলা রোহাস। তবে ভিএআর কক্ষের দায়িত্বে ছিলেন সেই গিল মানজানো।
ম্যাচ শেষে সেদিন বুসকেতস আক্ষেপ করে বলেছিলেন, 'এটা ভিএআরের ঘটনা ছিল। তাদের যে কারণে পেনাল্টি দেওয়া হয়েছে তার চেয়েও এটা পরিষ্কার ছিল। কিন্তু আমরা বুঝতে পারছি না তারা কেন এ ধরণের কাজ করছে।'
তবে সেই ম্যাচই শুধু বার্সেলোনার সঙ্গে মানজানোর দ্বন্দ্বের কারণ নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে অনেকবারই। বার্সেলোনার ম্যাচে মানজানো রেফারি থাকা মানেই বিতর্কিত কোনো সিদ্ধান্তে ক্ষোভে পুড়বে তারা। ২০১৮/১৯ মৌসুমে জিরোনার বিপক্ষে ক্লেমো লংলের লাল কার্ড দেওয়া নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। সে ম্যাচের বিরতির সময়ে ট্যানেলে রেফারিকে উদ্দেশ্য করে জেরার্দ পিকে বলেছিলেন, 'ইতিহাস নিজেই কথা বলে।'
আরে আগে ২০১৭ সালে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের ব্যবধানে জয়ের পর গিল মানজানোর দেওয়া সিদ্ধান্ত দেওয়া নিয়ে টুইট করেছিলেন পিকে। সে ম্যাচে বিতর্কিত বেশ কিছু সিদ্ধান্তে জয় পায় রিয়াল।
উল্লেখ্য, গিল মানজানো এখন পর্যন্ত মোট ২৩টি ম্যাচে পরিচালনা করেছেন যেখানে একটি দল বার্সেলোনা। এর মধ্যে বার্সেলোনা জিততে পেরেছে ১৫টিতে। পাঁচটি ড্র ও তিনটি হার। এবং এরমধ্যে বার্সেলোনার খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়েছেন ছয় বার।
Comments