চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্বামীর মামলা
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচরে স্বামীর গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ওই গৃহবধুর স্বামী আব্বাস বকাউল বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় চার জনের নামে ও অজ্ঞাত আরও দুই জনসহ মোট ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
আব্বাস বকাউল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত শনিবার গভীর রাতে ওই এলাকার আসমত আলী মিজি, বাবুল গাজী, ফয়সাল গাজী, রুহুল আমিন মিজিসহ অজ্ঞাত আরও দুজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। সে সময় তারা আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ করে। তিন জনের মুখোশ না থাকায় তাদের চেনা গিয়েছিল।’
‘এ ঘটনার পর তার স্ত্রীকে হাসপাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধর্ষণকারীরা বাধা দেয় এবং ঘটনাটি অন্য কাউকে জানালে জানে মেরে ফেলারও হুমকি দেয়’ বলেও জানান বকাউল।
এ অবস্থায় তারা সোমবার বিকেলে লক্ষ্মীর থেকে পালিয়ে ট্রলারে মেঘনা পার হয়ে চাঁদপুর মডেল থানায় আসেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযোগকারীরা থানায় এসে অভিযোগ দিয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। গৃহবধূকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
সংবাদ পেয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী থানায় এসে ধর্ষিত গৃহবধূ ও তার স্বামীকে সান্ত্বনা দেন। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না বলে আশ্বস্ত করেন।
রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী ডেইলি স্টারকে বলেন, ‘ধর্ষণের ঘটনাটি আমি শুনেছি। খুবই দুঃখজনক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
Comments