মুখোমুখি অবস্থান থেকে সরছে ভারত-চীন

সীমান্ত উত্তেজনা কমাতে সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। মঙ্গলবার, ১১ ঘণ্টা ধরে দুই দেশের সামরিক কমান্ডিং অফিসার স্তরে একাধিক বিষয়ে আলোচনার পর সমঝোতার বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানা গেছে।
ভারত-চীন সীমান্ত। ফাইল ফটো রয়টার্স

সীমান্ত উত্তেজনা কমাতে সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। মঙ্গলবার, ১১ ঘণ্টা ধরে দুই দেশের সামরিক কমান্ডিং অফিসার স্তরে একাধিক বিষয়ে আলোচনার পর সমঝোতার বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এনডিটিভি জানায়, চীনের চুশুলের মলডোয় লেফটেনেন্ট জেনারেলের নেতৃত্বে বৈঠকটি হয়েছে।

এর আগে ৬ জুন সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশের সামরিক পর্যায়ে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সদস্যদের পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর, ১৫ জুন আবারও লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে চীন ও ভারতীয় সেনারা। ওই সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য মারা যান। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

সংঘর্ষের পর আবারও সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশের কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা ও বৈঠক হয়েছে।

রয়টার্স জানায়, এবারের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে সরে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

Comments