মাদারটেকে শায়িত হলেন সাংবাদিক মাশুক চৌধুরী

Mashuk Chowdhury-1.jpg
মাশুক চৌধুরী। ছবি: সংগৃহীত

কবি ও বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাশমনো স্পেশালাইজড হাসপাতাল তিনি মারা যান বলে তার ছোট ভাই সাংবাদিক আশরাফ হায়দার চৌধুরী নিশ্চিত করেছেন।

মাশুক চৌধুরী স্ত্রী, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি নিউমোনিয়াজনিত কারণে গত ১৬ জুন থেকে রাজধানীর শাহজাহানপুর এলাকার প্যান প্যাসিফিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে করোনাভাইরাস পরীক্ষায় তার নেগেটিভ এসেছিল।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার রাত ১২টার দিকে রাশমনো হাসপাতালে নেওয়া হয় বলে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আনিসুর রহমান জানান।

তার প্রথম জানাজা হাজীপাড়ায় এবং দ্বিতীয় জানাজা উত্তর মাদারটেক বায়তুল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

পরে তাকে মাদারটেক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় লেখাপড়া করেন। পরে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন।

তিনি দৈনিক সংবাদ, দৈনিক খবর, দৈনিক দেশসহ আরও অনেক পত্রিকায় কাজ করেছেন।

কবি মাশুক চৌধুরী ‘মুক্তিযোদ্ধা প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা’ এবং ‘নদীর নাম দুঃসময়’ বইয়ের জন্য সুপরিচিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago