ট্রাক চুরির মামলায় যুবলীগ নেতা আটক
ট্রাক চুরির মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আজ বুধবার সকালে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মণিরামপুর থানায় দায়ের হওয়া ট্রাক চুরির মামলায় গতকাল রাতে উপজেলার পারবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সস্ম্পাদক। সেই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের সর্দার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম ট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত মেয়াদে ঝিকরগাছার গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান শহিদুল ইসলাম।
Comments