পিএসজির তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসের কারণে লিগা ওয়ান বাতিল করে মৌসুমের মাঝপথেই শিরোপা দেওয়া হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামতে হবে তাদের। তাই প্রস্তুতি নিতে ফের মাঠে নামার আয়োজন করছিল দলটি। কিন্তু তার আগে দলের তিনজন খেলোয়াড় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন একজন স্টাফও।
আক্রান্তদের পরিচয় না জানালেও মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফরাসি ক্লাবটি, 'অফিসিয়ালি আবার কার্যক্রম শুরু করার আগে পিএসজি তাদের খেলোয়াড় ও স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করালে সেখানে চার জন (তিন ফুটবলার ও একজন স্টাফ) পজিটিভ হয়েছেন। কোয়ারেন্টিনে থাকা কালীন সময়ে তাদের লক্ষণ দেখা দিয়েছে, তবে তারা কেউ একে অপরের সংস্পর্শে ছিল না। তারা আর সংক্রামক নয় এবং আমাদের অনুশীলনের কার্যক্রম পুনরায় শুরু হবে।'
মহামারি করোনাভাইরাসের কারণে এপ্রিলের শেষ দিকে ফরাসি লিগা ওয়ান বাতিল করে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে সামনে এখনও রয়েছে ফরাসি কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছে। সে কারণে ফের অনুশীলনের পরিকল্পনা করছে দলটি। তার অংশ হিসেবে গত সোমবার শুরু হয় খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষা। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। প্রাথমিকভাবে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন শুরু করবে তারা।
উল্লেখ্য, আগামী ২৪ জুলাই ফরাসি কাপে সাঁত এতিয়েনের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ৩১ জুলাই লিগ কাপের ফাইনালে প্রতিপক্ষ লিওঁ। অগাস্টে পর্তুগালের লিসবনে হবে চ্যাম্পিয়ন্স লিগের আসর। যদিও এর চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি। শেষ ষোলোতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে এর মধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
Comments