নিজের উপর বিরক্ত ছিলেন রাকিতিচ
বার্সেলোনায় সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না ইভান রাকিতিচের। গোলের দেখা তো পাচ্ছিলেনই না, এমনকি মাঠে ভালো কোনো অবদানও রাখতে পারছিলেন না। সেই রাকিতিচ আগের দিন রক্ষা করলেন বার্সেলোনাকে। তার গোলেই অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দলটি। প্রায় এক বছর পর গোলের দেখা। তবে লম্বা এ সময়ে গোল না পাওয়ায় নিজের উপরই বিরক্ত ছিলেন এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
বিলবাওর বিপক্ষে আগের দিন রাতে ১-০ গোলের ব্যবধানে জয় পায় কাতালানরা। মূল্যবান গোলটি আসে ম্যাচের ৭১তম মিনিটে। জটলা থেকে রাকিতিচকে অসাধারণ এক পাস দেন মেসি। একেবারে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। জোরালো এক শটে বল জালে জড়ালে স্বস্তি ফিরে আসে বার্সা শিবিরে। এর আগে শেষ গোলটি রাকিতিচ করেছিলেন গত মৌসুমের এল ক্লাসিকোতে।
দেরিতে হলেও গোল পেয়ে দারুণ খুশী রাকিতিচ, 'আমরা ম্যাচে অনেক সংগ্রাম করেছি, এটা সহজ ছিল না। তবে আমি খুব খুশি যে আমি চলতি মৌসুমে আমার প্রথম গোলটা পেয়েছি। আমি আমার এ গোলটি আমার স্ত্রী ও কন্যাকে উৎসর্গ করতে চাই যারা গত কয়েক মাসে আমার সঙ্গে ছিল।'
তবে গোল পেতে এতো সময় লাগায় নিজের উপরই বিরক্ত এ ক্রোয়েশিয়ান, 'এটা খুবই অদ্ভুত যে একটা গোল পেতে এতো সময় লাগলো। আমি নিজের উপরই বিরক্ত। যদিও আমি দলকে সাহায্য করতে পেরে খুব খুশী।'
বিলবাওর বিপক্ষে এ জয়ে ফের শীর্ষে উঠেছে বার্সেলোনা। তবে এটা যে সাময়িক তা ভালো করেই জানেন রাকিতিচ। মায়োর্কার বিপক্ষে বুধবার জিতলেই ফের শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। লা লিগার তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে এটাকে বিশ্বের সেরা লিগ মানেন রাকিতিচ, 'লা লিগা জয় করা অনেক কঠিন। এ কারণেই এটাকে পৃথিবীর সবচেয়ে সেরা লিগ বলি। এখানে অনেক কঠিন ম্যাচ থাকে।'
তবে লিগ শিরোপা জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানান এ মিডফিল্ডার,'খালি স্টেডিয়াম কোনো সাহায্য করছে না। আমাদের একত্রে আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে। তারা (রিয়াল মাদ্রিদ) আমাদের সঙ্গে সমান ফেভারিট। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। তারা নিজেদের দিকে মনোযোগ দিচ্ছে আর আমরা আমাদের দিকে। আমাদের সব ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।'
Comments