বাগেরহাটে করোনা আক্রান্ত চিকিৎসক উপেন্দ্রনাথ পালের মৃত্যু

ডা. উপেন্দ্রনাথ পাল। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাটের ফকিরহাটের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উপেন্দ্রনাথ পাল (৭৫) মারা গেছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ডা. রাহাত দ্য ডেইলি স্টারকে বলেন, দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ ডা. উপেন্দ্রনাথ পালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রিপোর্টে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। এর পর থেকেই তিনি উপজেলা সদরে নিজের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

ফকিরহাটের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার অবস্থার অবনতি হলে ডা. উপেন্দ্রনাথকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি মারা যান বলে জানিয়েছেন খুলনার সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির।

এ পর্যন্ত মোট ৪৭ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই ধরনের উপসর্গ নিয়েও মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

ডা. উপেন্দ্রনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এফডিএসআর।

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago