করোনামুক্ত হয়ে বরিশালে ৩৪ পুলিশ সদস্যের কাজে যোগদান
করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ৩৪ সদস্য কাজে যোগ দিয়েছেন। কাজে যোগদান উপলক্ষে আজ সকালে বরিশাল পুলিশ লাইনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও উপকমিশনার আবু সালেহ মো. রায়হান সুস্থ হওয়া বিএমপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
কাজে যোগ দেওয়াদের একজন উপপরিদর্শক ধীরেন চন্দ্র কবিরাজ জানান, করোনা ছাড়াও অন্যান্য জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরতে পেরে ভীষণ আনন্দ লাগছে।
সূত্র জানায়, বিএমপি ও বরিশাল রেঞ্জ মিলিয়ে এ পর্যন্ত ২৮২ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৬ জন সুস্থ হয়েছেন ও একজন মারা গেছেন। বিএমপির ১৮৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন।
Comments