এমপি শহিদকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের আদালতের
মানব ও অর্থপাচার, ভিসা ব্যবসা এবং ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার তাকে ২১ দিনের জন্য কেন্দ্রীয় কারাগারে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুয়েতের অ্যাটর্নি জেনারেল।
সূত্রের বরাত দিয়ে আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কৌঁসুলি অন্য অভিযুক্তদেরকেও কারাগারে রাখার ও একটি কোম্পানির মালিককে ২ হাজার দিনারের মুচলেকায় জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
এমপি শহিদের থেকে ২৮ কোটি টাকার চেক নেওয়া ব্যক্তিকে খুঁজছে কুয়েতি পুলিশ
Comments