ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় বিজিবি’র গুলিতে বাংলাদেশি আহত
যশোরের পুটখালী সীমান্তে বিজিবি’র গুলিতে আল আমিন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাদক চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা গুলি চালায়। এ সময় বিজিবিও দুই রাউন্ড গুলি চালায়। এ সময় আল আমিনের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। আল আমিনের কাছে ৪৬ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় শস্ত্র পাওয়া গেছে।’
‘চলছি বছরের এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ পুটখালী বিজিবি সদস্যরা আল আমিনকে আটক করেছিল। জামিনে মুক্ত হয়ে সে আবারও মাদক চোরাকারবারি শুরু করে। তার বিরুদ্ধে চারটি মামলা আছে। আল আমিনের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম’— বলেন জাকির হোসেন।
Comments