ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরের আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্বামী মোস্তাক হোসাইন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘গতকাল বুধবার রাতে নাটোর জেলা পুলিশের বিভিন্ন টিমকে আটটি গ্রুপে ভাগ করে অভিযান চালিয়ে বগুড়া থেকে মোস্তাক হোসাইনকে ও রাজশাহীর বাঘা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।’
‘আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার রহস্য উদঘাটন করা হবে’ বলে জানান তিনি।
গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করে নিহত সুমাইয়ার মা নুজহাত সুলতানা টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসামিদের শুধু গ্রেপ্তার নয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাসসুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের তৎপরতায় খুশি। তবে মেধাবী ছাত্রী সুমাইয়ার হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
সুমাইয়া স্মৃতি রক্ষার্থে ইসলামিক স্টাডিজ বিভাগে ট্রাস্ট করার কথাও বলেন তিনি।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশিত হলে সুমাইয়া সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৪৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
গত রোববার ঢাকা বিশ্বাবিদ্যালয় মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুনকে নির্যাতন করে হত্যার অভিযোগ করেন তার পরিবার। পরদিন রাতে নাটোর সদর থানায় সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইন, শ্বশুর জাকির হোসেন, শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জুঁই খাতুনকে আসামি করে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন সুমাইয়ার মা নুজহাত সুলতানা।
সে রাতেই সুমাইয়ার শাশুড়ি সৈয়দা মালেকা (৫০) ও ননদ জুঁই খাতুনকে (২৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
Comments