ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিমুল হক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গরুরা ফুলবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিমুল হক ওই এলাকার হামিদুর রহমানের ছেলে। কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজিমুল হক জমি বর্গা নিয়ে ধান চাষ করছেন। আজ সকাল আনুমানিক ৮টার দিকে বৃষ্টির মধ্যে তিনি দেখতে গিয়েছিলেন তার জমির আউশ ধান পানিতে ডুবে গেছে কি না। সে সময় বজ্রপাতে ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ইউএনও আজিমুলের বাড়িতে গিয়েছিলেন এবং সৎকারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দিয়েছেন।’
Comments