গাজীপুরে ডেইরি ফার্ম থেকে প্রায় ২০ লাখ টাকার গরু লুট

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার ময়না ডেইরি ফার্মের ১৪টি গরু লুট হয়েছে। গতকাল রাত সাড়ে তিনটার দিকে ট্রাকযোগে গরুগুলো লুট করা হয়। যেগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার ময়না ডেইরি ফার্মের ১৪টি গরু লুট হয়েছে। গতকাল রাত সাড়ে তিনটার দিকে ট্রাকযোগে গরুগুলো লুট করা হয়। যেগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার ওই খামারের কর্মকর্তা জুবায়ের আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল কমপক্ষে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত সীমানা প্রাচীর টপকিয়ে খামারে প্রবেশ করে। তারা খামারের একজন নৈশ প্রহরী ও দুই কর্মীর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে ফেলে রাখে। পরে খামারের গেট ও শেডের তালা কেটে ষাঁড়, গাভী ও বাছুরসহ ট্রাকযোগে ১৪টি গরু লুট করে নিয়ে যায়। গরুগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালানো হচ্ছে। খামারের মালিক আব্দুল কাইউম মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন।’

Comments