স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ

বরিশালে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো, দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান, জেলায় জেলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু ও ১০০টি করে আইসিইউ শয্যা, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আট দফা দাবিতে এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশর সমাজতান্ত্রিক দল বাসদ।
বরিশালে বাসদের সড়ক অবরোধ কর্মসূচি। ছবি: টিটু দাস/স্টার

বরিশালে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো, দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান, জেলায় জেলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু ও ১০০টি করে আইসিইউ শয্যা, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আট দফা দাবিতে এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশর সমাজতান্ত্রিক দল বাসদ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরের অশ্বিনী কুমার হলের সামনে অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। সে সময় গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা যায়।

আয়োজিত কর্মসূচিতে বাসদ সদস্যরা স্বাস্থ্যখাতের দুর্নীতি ও লুটপাট বন্ধ করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। বাসদের জেলা ও মহানগর কমিটির আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদের সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী।

বক্তারা বলেন, বর্তমানে দক্ষিণাঞ্চলে মাত্র শের-ই বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন শত শত রোগী আসলেও তাদের টেস্ট করা হচ্ছে না। এসব আক্রান্তরা দিনের পর দিন ঘুরছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহের দাবি জানাই। একইসঙ্গে আরও বেশি পরিমাণ পরীক্ষার দাবিও জানাই। পাশাপাশি করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত প্রদানসহ জেলায় জেলায় করোনা পরীক্ষাগার স্থাপনের দাবি জনাই।

ডা. মণীষা চক্রবর্তী বলেন, ‘স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি চলছে। ভুয়া এন-৯৫ মাস্ক সরবরাহ করা হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা এই লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। বরিশালে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের মধ্যে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে কোনো সমন্বয় নেই। এর ফলে জনগণ করোনাকালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago