করোনায় জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের মৃত্যু
বগুড়ার জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজান আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। আজ শুক্রবার ভোর ৫টার দিকে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একেএম শাহজান আলীর বাড়ি বগুড়ার দত্তবাড়ী এলাকায়। টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রাহমিম রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
শাহজান আলীর ছেলে সাদমান সম্পদ বলেন, ‘গত পাঁচ দিন ধরে বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ২৩ জুন আমরা টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। ২৪ জুন রিপোর্ট পজিটিভ আসে। গতকাল দুপুর থেকে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। শিবগঞ্জ উপজেলায় চাপ্পারা গ্রামে আজ বাবার দাফন সম্পন্ন হয়েছে।’
Comments