শহরকে লাল রঙে রাঙিয়ে অলরেড ভক্তদের বিজয়োল্লাস

১২৮ বছর আগে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত লিভারপুল ফুটবল ক্লাবের ডাক নাম অলরেড। পরম আরাধ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার পর তাদের ভক্ত-সমর্থকরা তাই যেন শহরের সবকিছুকে রাঙিয়ে দিলেন লাল রঙে!
liverpool
ছবি: রয়টার্স

১২৮ বছর আগে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত লিভারপুল ফুটবল ক্লাবের ডাক নাম অলরেড। পরম আরাধ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার পর তাদের ভক্ত-সমর্থকরা তাই যেন গোটা শহরকে রাঙিয়ে দিলেন লাল রঙে! ৩০ বছরের দীর্ঘ অপেক্ষার পালা অবসান হওয়া বলে কথা! বাঁধভাঙা আনন্দ আর বিজয়ের উল্লাস প্রকাশ করতে গিয়ে করোনাভাইরাস মহামারির মাঝেই তারা নেমে পড়লেন রাস্তায়। ঘরের মাঠে অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে আতশবাজি ফুটিয়ে, দলীয় সঙ্গীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ (তুমি কখনো একা হাঁটবে না) গেয়ে চলল উদযাপন। মাঝরাত পেরিয়ে গেলেও থামার কোনো লক্ষণ ছিল না, ছিল না সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানার বালাই!

১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতেছে লিভারপুল। বৃহস্পতিবার রাতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

liverpool
ছবি: রয়টার্স
liverpool
ছবি: রয়টার্স
liverpool
ছবি: রয়টার্স
liverpool
ছবি: রয়টার্স
liverpool
ছবি: এএফপি
liverpool
ছবি: এএফপি
liverpool
ছবি: এএফপি

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago