চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে গিয়ে বন্দুকযুদ্ধে সাতকানিয়া যুবলীগ কর্মী মোসাদ্দেক হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল (৩২) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ শনিবার রাত ৩টার দিকে সাতকানিয়া সদরের দক্ষিণে কোতয়াল দীঘির পাড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের হয়।’
সোহেলের বাড়ি উপজেলার বারদোনা এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল আলিম। সফিউল কবির আরও বলেন, ‘সোহেলকে আমরা রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছিলাম। জিজ্ঞাসাবাদে সে জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি সোহেল কোতয়াল দীঘিতে ফেলে দিয়েছে। পুলিশ তাকে নিয়েই অস্ত্র উদ্ধারে যায়। সোহেলের সঙ্গীরা সেখানে মাদক সেবন করে। পুলিশের উপস্থিতি টের পাওয়ামাত্র তারা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে সোহেল নিহত হন।’
ঘটনাস্থল থেকে একটি এলজি, এক বোতল চোলাই মদ ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গত ২২ জুন নগরীর বারদোনা এলাকায় যুবলীগ কর্মী মোসাদ্দেকুর রহমান ও তার ছোট ভাই ফয়সালুর রহমান ছুরিকাঘাতে আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেকের মৃত্যু হয়। ফয়সাল এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
মোসাদ্দেকের স্বজনের অভিযোগ, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সোহেলকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
Comments