করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. মোহাম্মদ হোসেনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসেন মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে অবসর নেওয়ার পর নগরের ষোলশহরে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে নিয়োজিত ছিলেন ডা. মোহাম্মদ হোসেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।
Comments