আগুন তাদের সবকিছু কেড়ে নিয়েছে

বান্দরবানের রোয়াংছড়ি বাজার এলাকায় ভয়াবহ আগুনে ৭৮ টি ঘর এবং এ সংলগ্ন দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এ তথ্য জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, গতকাল রাত প্রায় ১২ টা ২০ মিনিটের দিকে দেলোয়ার হোসেন নামে একজনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওসব বাড়ি ও দোকান পুড়ে যায়। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।’
‘আগুন আমাদের সব কিছুই কেড়ে নিয়েছে। আমরা কিছুই রক্ষা করতে পারিনি’, বলেন ক্ষতিগ্রস্ত মাউ সাং মারমা।
ক্ষতিগ্রস্ত আর একজন নন্দন বড়ুয়া বলেন, ‘ছেলেমেয়েদের বই, সার্টিফিকেট কিছুই রক্ষা করতে পারিনি। বেঁচে থাকার অবলম্বন ছিল তিনটি দোকান। সব পুড়ে ছাই হয়ে গেছে।’
ঘর, দোকান মিলে প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান নন্দন।
রোয়াংছড়ি উপজেলা এবং বান্দরবান সদর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান রোয়াংছড়ি ফায়ার স্টেশন অফিসার মং সুয়ে নু মারমা।
Comments