দেশে করোনায় মৃত্যুহার প্রায় ১.৩ শতাংশ, পুলিশের ০.৫ শতাংশ: আইজিপি
করোনার সংক্রমণে দেশে মৃত্যুহার প্রায় ১ দশমিক ৩ শতাংশ। তবে, পুলিশ সদস্যদের মানসম্পন্ন চিকিত্সা ব্যবস্থা নিশ্চিত করার কারণে পুলিশ বাহিনীর মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।
আজ শনিবার উত্তরার দিয়াবাড়ীতে ঢাকা মহানগর পুলিশের উত্তর আঞ্চলিক পুলিশ লাইনের নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, কোভিড-১৯ সংক্রমণে পুলিশ বাহিনীর মৃত্যুহার শূন্য শতাংশে ফিরিয়ে আনার পরিকল্পনা তাদের।
বেনজীর আহমেদ বলেন, ‘আমরা মাত্র দুই সপ্তাহের মধ্যে ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় রূপান্তর করেছি। করোনা আক্রান্ত পুলিশ সদস্যের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়েছি এবং সেখানে ১২ দিনের মধ্যে পিসিআর ল্যাব ও কেন্দ্রীয় গবেষণাগার স্থাপন করেছি।’
‘প্রধানমন্ত্রীর গঠিত বিশেষজ্ঞ মেডিকেল টিম দেশের অনেক হাসপাতাল পরিদর্শন করেছেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে করোনারভাইরাসের চিকিত্সা ও পরিচালনার ক্ষেত্রে সেরা হিসেবে আখ্যায়িত করেছেন। চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিমও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল প্রোটোকল এবং ব্যবস্থাপনার প্রশংসা করেছেন’, বলেন পুলিশ প্রধান।
‘আমরা বিভাগীয় স্তরের হাসপাতালের আধুনিকায়নের ব্যবস্থা করেছে। ফলে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং মৃত্যুর হার হ্রাস পাচ্ছে’, বলেন তিনি।
‘করোনা সংক্রমণের হার কীভাবে শূন্যের কোটায় আনা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’
সংক্রমণের হার শূন্যের কোটায় আনতে সবাইকে ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে এই মহামারি মোকাবিলা করতে সক্ষম হব।’
Comments