চিকিৎসককে মারপিটের হুমকির অভিযোগে আ. লীগ নেতার কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি কাজে বাধা, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে খারাপ আচরণ ও মারপিটের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি কাজে বাধা, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে খারাপ আচরণ ও মারপিটের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেল ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবু হায়দার (৪২) উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান বলেন, ‘আবু হায়দার নামে এক ব্যক্তি আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে রোগী নিয়ে আসেন। এরপর কোনো কারণ ছাড়াই কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. সোনিয়া দেবীর সঙ্গে খারাপ আচরণ করে এবং তাকে বান্দরবান ট্রান্সফারের হুমকি দেন।’

‘এসময় আমি জরুরি বিভাগে উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করলে তিনি আমাকেও মারপিটের হুমকি প্রদান করেন। তার মারমুখী আচরণ দেখে বিষয়টি ইউএনও আব্দুল করিমকে অবহিত করি। পরে ইউএনও পুলিশসহ ঘটনাস্থলে এসে হায়দারকে আটক করার নির্দেশ দেন’, বলেন তিনি।

‘পরে বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে ইউএনও তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।’

উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English
BNP leader, BNP Vice Chairman Shahjahan Omar

BNP leader Shajahan to contest polls with AL ticket

BNP Vice Chairman Shahjahan Omar today said he has resigned from the party and gotten nomination from the ruling Awami League to contest the January 7 general election from Jhalakathi-1

26m ago