বান্দরবানে গৃহপরিচারিকার মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
বান্দরবান শহরের মধ্যম পাড়ায় গৃহপরিচারিকা রিম্পা পাল (২২) কে নির্যাতনের পর হত্যার অভিযোগ করেছে তার পরিবার। গতকাল শুক্রবার অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিম্পার মা বেবি পাল জানান, বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহায়ক দীপা প্রভার বাসায় প্রায় আট মাস ধরে গৃহপরিচারিকার কাজ করতেন রিম্পা। দীপা ও তার স্বামী আশিস শর্মা প্রায়ই রিম্পাকে মারধর করতেন।
মৃত্যুর ঘটনায় মামলা না নেওয়া ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করলেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দীপা প্রভা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকায় আমরা তাকে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেনের নির্দেশে তার জিম্মায় দিয়েছি।’
যোগাযোগ করা হলে শামীম হোসেন বলেন, ‘যেহেতু একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছিল না তাই আমরা তাকে ছেড়ে দিতে বলেছি।’
‘ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে যদি হত্যার সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে’, বলেন শামীম।
নির্যাতনের অভিযোগ নাকচ করে দীপা প্রভা জানিয়েছেন, শ্বাসনালীতে ভাত আটকে গিয়ে রিম্পার মৃত্যু হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মারমা বলেন, আমরা গুরুত্ব দিয়েই প্রতিবেদন তৈরি করছি।’
Comments