দুবার পিছিয়ে পড়েও বার্সেলোনাকে রুখে দিল সেলতা

সাদামাটা পারফরম্যান্স দেখানো লিওনেল মেসিদের মাঠ ছাড়তে হলো ড্রয়ের হতাশা নিয়ে।
barcelona and celta
ছবি: রয়টার্স

বার্সেলোনার বিপক্ষে দুবার পিছিয়ে পড়ল সেলতা ভিগো। কিন্তু হাল ছেড়ে না দিয়ে লড়াইয়ের মানসিকতা দেখিয়ে দুবারই সমতায় ফিরল তারা। এমনকি যোগ করা সময়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল দলটি। বিপরীতে, সাদামাটা পারফরম্যান্স দেখানো লিওনেল মেসিদের মাঠ ছাড়তে হলো ড্রয়ের হতাশা নিয়ে।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে পয়েন্ট খুইয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা। পয়েন্ট তালিকার ১৬ নম্বরে থাকা সেলতার মাঠে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচ শেষ করেছে ২-২ সমতায়। বার্সার হয়ে দুটি গোলই করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেস। সেলতার দুই নায়ক ফিওদর স্মোলোভ ও ইয়াগো আসপাস।

সেলতার হোম ভেন্যু যেন মেসিবাহিনীর জন্য মৃত্যুকূপ! ২০১৪-১৫ মৌসুমের পর বালাইদোসে গিয়ে কখনো জিততে পারেনি বার্সা। এর মধ্যে তারা হেরেছে তিনটি ম্যাচে। এবারও গেরো খুলতে পারেনি দলটি। লিগের মাত্র ছয় ম্যাচ বাকি থাকতে হোঁচট খাওয়ায় শিরোপা ধরে রাখার রাস্তাটা বেশ কঠিন হয়ে গেল তাদের জন্য।

পয়েন্ট ভাগাভাগি করে আপাতত তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। কিন্তু আগামীকাল রবিবার রাতে লিগের তলানিতে থাকা এস্পানিওলকে হারালেই ফের শীর্ষস্থান দখল করবে রিয়াল মাদ্রিদ। তাই ওই ম্যাচের ফলের দিকে নজর রাখতে হবে কাতালানদের।

৩২ ম্যাচ শেষে বার্সেলোনার অর্জন ৬৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা স্পেনের সফলতম দল রিয়ালের পয়েন্ট ৬৮।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

4h ago