‘ছড়িয়ে পড়েছে আমি কোভিড-১৯ নেগেটিভ, এটি মোটেও সত্য নয়’

সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন তিনি।
mashrafe
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি বিন মর্তুজার কোভিড-১৯ নেগেটিভ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে গুঞ্জনটি দূর করে তিনি জানালেন, পজিটিভ হওয়ার পর পুনরায় আর পরীক্ষাই করাননি।

গেল ২০ জুন বাংলাদেশের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসায় সেলফ আইসোলেশনে আছেন তিনি।

রবিবার নিজের স্বীকৃত ফেসবুক পেজে নড়াইল এক্সপ্রেস খ্যাত তারকা লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানোর ইচ্ছে আছে।’

নিজের বর্তমান শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন ৩৬ বছর বয়সী পেসার, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।’

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

1h ago