করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ১০ হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আজ রবিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্য আছেন দুই হাজার ২৪৮ জন। ছয় হাজারের বেশি পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের অনেকেই কাজে যোগ দিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে পুলিশের ৪০ জন সদস্য মারা গেছেন।
করোনা উপসর্গ দেখা দেওয়ায় বর্তমানে পুলিশের ১৫ হাজার সদস্য আইসোলেশন অথবা কোয়ারেন্টিনে আছেন।
Comments